আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে উমর আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস কমেছে। ১৮ মাসের নিষেধাজ্ঞা কমে এখন দাঁড়িয়েছে ১২ মাস।
গত বছর এপ্রিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে নিষিদ্ধ করেছিল। শাস্তি কমলেও পিসিবির দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করায় উমর আকমলকে ৪২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। জরিমানা পরিশোধের সঙ্গে পিসিবির দুর্নীতিবিরোধী পুনর্বাসন প্রোগ্রামে অংশ নিতে হবে পাকিস্তানের এ উইকেটকিপার-ব্যাটসম্যানকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনৈতিক প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোর কারণে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল আকমল জুনিয়রকে।
গত বছর মে মাসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন তিনি। শুনানির পর তার শাস্তির মেয়াদ দেড় বছর কমে আসে। প্রায় একই রকম অভিযোগে পাকিস্তানের দীর্ঘকায় পেসার মোহাম্মদ ইরফান ছয় মাস ও স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।