ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের প্রধান ফটকের তালা ভেঙে হলে প্রবেশ করেছে কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী।সোমবার দুপুর সোয়া ১২টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী হলে প্রবেশ করে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ বিষয়ে জানতে চাইলে হলের সদ্য সাবেক জিএস আবদুল হাই মো. সৌরভ বলেন, আনুষ্ঠানিকভাবে এ রকম কোনো বিষয় সম্পর্কে আমি জানি না। তবে বেশকিছু শিক্ষার্থী জড়ো হয়ে হল প্রাঙ্গণে আছে বলে জানতে পেরেছি।এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ এক বছর ধরে আমাদের হল বন্ধ। আমরা আর বাড়িতে থাকতে পারছি না। তাই আমরা জোর করে উঠে গেছি।’
শহীদুল্লাহ হলের একজন নিরাপত্তা কর্মী বলেন, প্রথমে একজন শিক্ষার্থী হলের ভেতর থেকে মালামাল নেবে বলে প্রবেশ করে। পরবর্তী ৩০-৪০ জন জড়ো হয়ে হলে ঢোকার জন্য জোর করলে আমি তালা খুলে দিই।এ বিষয়ে জানার জন্য হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা ইতোমধ্যে হলকর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা (প্রক্টরিয়াল টিম) হল কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।’