কিছুদিন সময় নিয়েছি এরপর সিদ্ধান্ত নেব

কিছুদিন সময় নিয়েছি এরপর সিদ্ধান্ত নেব

বিনোদন

অভিনয়ে এখন নিয়মিত নন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। কাজ করেন খুব বেছে বেছে। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ২০১৬ সালে, জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ ছবিতে। এর মধ্যে ২০১৯ সালের শেষদিকে লেডি অ্যাকশন ঘরনার ছবি ‘ইয়েস ম্যাডাম’-এ কাজ শুরু করেন রেসি। তারকা বহুল এই ছবিটি নির্মাণ করছেন রকিবুল আলম রাকিব।

রেসি জানান, ‘ইয়েস ম্যাডাম’র শুটিং শেষ হয়েছে গত বছর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ইতিমধ্যেই এর ডাবিংয়ের অংশ নিয়েছেন তিনি।

রেসির ভাষ্য, ‘এই ছবির কাজ প্রায় শেষ দিকে। যতটুকু শুনেছি, চলতি বছরই “ইয়েস ম্যাডাম” মুক্তি দেওয়া হবে। এর মধ্যে একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও চারটি ছবি করার প্রস্তাব পেয়েছি। তবে তাদের এখনও চূড়ান্ত কিছু বলিনি। কিছুদিন সময় নিয়েছি, এরপর সিদ্ধান্ত নেব।’

সময় নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মাঝে কয়েকদিন অসুস্থ ছিলাম। থাইরয়েড সমস্যা হয়েছিল। যার কারণে শরীরের ওজনটাও বেড়ে গেছে। আমি চাচ্ছিলাম, শারীরিকভাবে ফিট হয়ে কাজ শুরু করতে। তাই সময় নিচ্ছি। ডিপজল ভাইও তার ছবিতে কাজ করার জন্য বলেছিল। কিন্তু ফিট না থাকায় হাসিমুখে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে।’

কাজে নিয়মিত হওয়ার প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘কাজ করলে ভালোভাবেই করবো। টাকার জন্য নয়, ভালো কিছু কাজ করতে চাই। তাই এবার একটু সময় নেব। আশা করি, খুব শিগগিই দর্শক নতুন এক রেসিকে দেখতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *