৪৫ দেশকে নিয়ে আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর মহড়া!

৪৫ দেশকে নিয়ে আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর মহড়া!

আন্তর্জাতিক

আরব সাগরে ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান।সপ্তাহব্যাপি এই সামরিক মহড়ায় রাশিয়া ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো অংশগ্রহণ করেছে।প্রায় এক দশকের মধ্যে ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় রাশিয়া অংশগ্রহণ করায় এটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানায়, ‘শান্তির সঙ্গে একসাথে’ শ্লোগানে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে আজ ১৬ ফেব্রয়ারি পর্যন্ত।

এর উদ্দেশ্য হলো জলদস্যু, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, মহড়ায় ৪৫টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করায় অনেক দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে। সর্বশেষ ২০১১ সালে স্পেন উপকূলে বোল্ট মোনার্স নামে একটি যৌথ মহড়ায় ন্যাটো এবং রাশিয়া অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *