পিএসজির সভাপতিকে চোর বলেছে বার্সেলোনার সমর্থকরা

পিএসজির সভাপতিকে চোর বলেছে বার্সেলোনার সমর্থকরা

খেলাধুলা

লিওনেল মেসিকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করায় প্যারিস সেন্ট জার্মেইর সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে বার্সেলোনার সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য পিএসজি দল বার্সেলোনা রয়েছে। তারা যে হোটেলে রয়েছে তার বাইরে বার্সেলোনার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। পিএসজির সভাপতি হোটেলে প্রবেশের সময়ে সমর্থকরা বলেন, ‘মেসিকে একা থাকতে দিন। আপনি চোর।’ বার্সেলোনা-পিএসজি ম্যাচটি শুরু হবে আজ রাত ২ টায়।

এ ম্যাচ দিয়েই মরিসিও পচেত্তিনো পিএসজির হয়ে প্রথম চাম্পিয়ন্স লিগ ম্যাচের ডাগ আউটে দাড়াবেন। বার্সেলোনার মাঠে তাদেরকে খেলতে হবে দুই তারকা খেলোয়াড় নেইমার এবং অ্যাঞ্জেল ডি মারিয়াকে ছাড়া। পিএসজির সামনে লক্ষ্য ২০১৭ সালে কোয়ার্টার ফাইনালে ৬-১ গোলের পরাজয়ের প্রতিশোধ নেয়া। সব কিছু পেছনে ফেলে এখন সবার নজর মেসির দিকে।

সম্ভবত মেসি বার্সেলোনার হয়ে তার শেষ মৌসুম পার করছেন। বার্সেলোনা ২০১৯ সালে নেইমারকে পুনরায় দলে ফিরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু পিএসজি তাকে বিক্রি করতে রাজী হয়নি। এদিকে নেইমার গত ডিসেম্বরে প্রকাশ্যেই ঘোষণা দেন যে তিনি আর মেসির সাথে একই ক্লাবে খেলতে আগ্রহী। বার্সেলোনার সাথে তার বিরোধ সৃষ্টি হওয়ার পর নেইমারের সেই বক্তব্য সবার নজর কাড়ে।

এদিকে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানান, মেসির মতো বিখ্যাত খেলোয়াড়দের দলে নেয়ার জন্য পিএসজির সব সময়ই চেষ্টা করে। তাদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখে পিএসজি। তিনি ফ্রান্স ফুটবলকে বলেন, মেসির মতো গ্রেট খেলোয়াড়রা সব সময় পিএসজির কেনার তালিকায় থাকে। আমরা মেসির বিষয়টির দিকে বিশেষভাবে নজরে রাখছি। যদিও এখন পর্যন্ত মেসির সাথে এ ব্যাপারে কোন কথা হয়নি। তার সাথে এখনও চুক্তির চার মাস বাকি আছে। দেখা যাক কি হয় এ সময়ের মধ্যে।

পিএসজির এমন প্রকাশ্য বক্তব্য মোটেও খুশী করতে পারেনি বার্সেলোনার সমর্থকদের। তাই ক্লাবের খেলোয়াড়রা কর্মকর্তা বার্সেলোনায় হোটেও ওঠার পর পর তার বাইরে সমর্থকরা একত্রিত হন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিকে উদ্দেশ্য করে স্লোগান দেন, ‘মেসিকে একা থাকতে দাও। তুমি একজন চোর।’

লিওনার্দোর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানও। তিনি মনে করেন পিএসজি এমন সব বক্তব্য দিয়ে বার্সেলোনার খেলোয়াড়দের মনোবল ভেঙ্গে দিতে চাচেছ। ম্যাচ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘তারা আমাদের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরী করতে পারেনি। আমি ঠিক জানি না তারা এমনটি করতে চেয়েছিল কি না। কিন্তু মেসি বার্সেলোনাতেই আছেন। আমি আশা করছি তিনি বার্সেলোনাতেই থাকবেন।’

ডিফেন্ডার জর্দি অ্যালবা বলেন, ‘মেসি বার্সেলোনায় নিজের শতভাগ দেয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি মৌসুম শেষে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবেন। অন্য ক্লাবের খেলোয়াড় বা ক্লাব কি বলল সে দিকে আমরা নজর দেই না।’

অ্যালবা আরও বলেন, ‘অনেকে অনেক কথা বলছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনিই। আমি আশা করছি তিনি আমাদের সাথে আরও অনেক বছর থাকবেন। তিনি যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন তার প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। এখন তিনি বার্সেলোনার খেলার দিকেই মনোনিবেশ করছেন।’

পিএসজির কোচ পচেত্তিনো বলেন, ‘এটা একটি বিশেষ ম্যাচ। যদিও আমি মাত্র ৪০ দিনের মতো হয়েছে এ দলের দায়িত্ব নিয়েছি। কিন্তু আমি বুঝতে পারছি ম্যাচটি পিএসজির জন্য কতটা গুরুত্বপূর্ণ। ক্লাবের মূল লক্ষ্যই হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *