প্রেমের মৌসুমে ভালবাসার দোলায় দুলেছেন প্রেমিক-প্রেমিকারা। ভালবাসায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। কিন্তু যারা সিঙ্গেল বা যাদের সদ্য ব্রেক আপ হয়েছে বা যারা নিজেদের মনে করছেন একা, তাদের ভাল থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘ভ্যালেন্টাইনস ডে’নিয়ে কটাক্ষ করে ফেসবুকে নতুন পোস্ট অভিনেত্রীর। বুঝিয়ে দিলেন, প্রেম দিবসকে আলাদা করে গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি নন।
রবিবার নিজের সোশ্যাল সাইটে অভিনেত্রী স্বস্তিকা একটি ছবি পোস্ট করেন। যেখানে জানিয়েছেন, একদিন নয় প্রতিদিন তিনি ভালবাসেন সেই সকল একাকিত্বে ভোগা মানুষদের। তার এই মন্তব্যকে সমর্থন করেছেন নেটদুনিয়ার জনতাও।স্বস্তিকার পোস্টকে ‘দৃঢ়’ ও ‘বুদ্ধিদীপ্ত’ বলে প্রশংসাও করেছেন তারা। প্রসঙ্গত, ‘কুল’ স্বভাবের জন্য বিশেষভাবে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়।
বহু বার নানা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছে তার নাম। কখনও নিজের ব্যক্তিগত জীবনের জন্য, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু প্রতিবারই নিজের স্বভাবসুলভ স্পষ্ট জবাবে মুখ বন্ধ করে দিয়েছেন নেটিজেনদের। তাই মুখে যে যাই বলুন না কেন, স্বস্তিকা যে সকলেরই ‘হট ফেভারিট’ তা নিঃসন্দেহে বলা যায়।