ব্রিটেনের ডিউক এবং ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল তাদের ঘরে নতুন অতিথির আগমনী বার্তা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা জানান, দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানাতে পেরে তারা উচ্ছ্বসিত। একই সঙ্গে বিবৃতিতে নিজেদের একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন তারা। ছবিতে মেগান মারকেলের ‘বেবি বাম্প’ দৃশ্যমান। খবর বিবিসি।
হ্যারি ও মেগানের প্রথম সন্তান, ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসোরের বয়স এখন এক বছর ৯ মাস। রোববার হ্যারি-মেগানের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
হ্যারি-মেগানের বন্ধু মিসান হ্যারিম্যান মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ওই দম্পতির ঘনিষ্ঠ ছবিটি পোস্ট করেন। এর আগে ২০২০ সালের নভেম্বরে ব্রিটিশ রাজপরিবারের প্রথা ভেঙে গর্ভে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার খবর জানান মেগান।