আজ কালো দিবস পালন করবে আ.লীগ

আজ কালো দিবস পালন করবে আ.লীগ

বাংলাদেশ

আজ সোমবার কালো দিবস পালন করবে আওয়ামী লীগ। বিএনপি আমলে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন ও প্রহসনের নির্বাচনের দিন উপলক্ষে দিবসটি পালন করা হবে।

এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমণ্ডি রাসেল স্কয়ারে সমাবেশ করার কথা রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পৃথক সমাবেশ হবে দুপুর ২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।

যুবলীগ এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে। তারা আজ সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। স্বেচ্ছাসেবক লীগও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। বিকেল ৩টায় ধানমণ্ডি ৩২ নম্বরে ঘৃণা ও ধিক্কার সমাবেশ করবে যুব মহিলা লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *