জুভেন্টাস যখনই বিপদে পড়ে তার প্রায় সময়ই ত্রাতা হিসেবে আবির্ভূত হন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফর্মেই দাপটে সময় কাটে তুরিনের বুড়িদের৷ কিন্তু শনিবার রাতের খেলায় ঘটল ব্যতিক্রম। স্বয়ং রোনালদোও দলকে হারের মুখ থেকে বাঁচাতে পারলেন না। নাপোলির বিপক্ষে তারা হেরেছে ১-০ গোলে। লিগে জুভেন্টাসের এটি তৃতীয় হার।
নাপোলির মাঠে পুরো ম্যাচে আক্রমণে একচেটিয়া আধিপত্য বিস্তার করে জুভেন্টাস। কিন্তু পেল না কাঙ্ক্ষিত গোলের দেখা। বল দখলে শুরু থেকে এগিয়ে থাকা জুভেন্টাস ষষ্ঠ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয়। দূর থেকে রোনালদোর শটে বল সহজেই ধরে ফেলেন নাপোলি গোলরক্ষক।
৩১তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি পায় নাপোলি। এ সময় স্পট কিকে নাপোলিকে এগিয়ে নেন লরেন্সো ইনসিনিয়ে। আমির রাহমানিকে জুভেন্টাস ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। ৫৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফেদেরিকো চিয়েসার শটও কর্নারের বিনিময়ে ঠেকান তিনি। বাকি সময়েও ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় গতবারের চ্যাম্পিয়নরা।
৮৫তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে চিয়েসার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সতীর্থের ক্রসে বল পেয়ে ফায়দা লুটতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো। গোলরক্ষক বরাবর হেড করেন তিনি।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের চারে উঠে এল নাপোলি। ২১ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট তাদের। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে আছে জুভেন্টাস। ইন্টার মিলান ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ও এসি মিলান ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।