শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে টটেনহ্যামকে আতিথেয়তা দেয় ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে হোসে মরিনহোর শিষ্যদের ৩-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় শীর্ষস্থান আরো মজবুত করলো পেপ গার্দিওলার শিষ্যরা। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন ইলকাই গিনদোয়ান। অপর গোলটি আসে রদ্রির পা থেকে।
ঘরের মাঠে ৬১ শতাংশ বল দখলে রাখা ম্যাচের ২১ তম মিনিটে এগিয়ে যায়। স্পারদের ডি-বক্সে গিনদোয়ান ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রি।
৪১তম মিনিটে অল্পের জন্য গোল করতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গিনদোয়ানকে ব্যাক পাস দেন রাহিম স্টার্লিং। গিনদোয়ানের পাস পেয়ে জোরালো শট নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস।
২৩ ম্যাচে ১৬ জয় ২ হার ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সিটিজেনরা। ২৪ ম্যাচে ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে লেস্টার সিটি। ৪৫ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। শেষ পাঁচ ম্যাচে চতুর্থ হার পাওয়া টটেনহ্যাম সমান ম্যাচে ১০ জয় ৬ হার ও ৭ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে।