প্রত্যাশা পূরনের চেষ্টা করবো -ঐশী

প্রত্যাশা পূরনের চেষ্টা করবো -ঐশী

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ঐশী। ধারাবাহিকভাবে শ্রোতামহলে প্রশংসিত হয়ে আসছে তার গান। অডিওর পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। করোনার কারণে দীর্ঘদিন স্টেজ থেকে দূরে ছিলেন এ শিল্পী। তবে এখন শো করছেন টুকটাক করে। সব মিলিয়ে কেমন চলছে সময়? ঐশী বলেন, বেশ ভালো। নতুন গান গাইছি। স্টেজ শো করছি।

ব্যস্ততায় চলে যাচ্ছে দিন। নতুন গানের কি খবর? এ গায়িকা বলেন, নতুন গান হচ্ছে নিয়মিত। বেশ কিছু গানে কন্ঠ দেয়া আছে, এগুলো সামনে প্রকাশ হবে। আর সম্প্রতি ‘কলিজাতে দাগ লেগেছে’ গানটি কাভার করে প্রকাশ করেছি নিজের ইউটিউব  চ্যানেলে। বেশ ভালো সাড়া মিলছে। চলচ্চিত্রের গান কি করা হচ্ছে?  ঐশী বলেন, চলচ্চিত্রের গান নিয়মিত করছি।

সবশেষ ইফতেখার ভাইয়ের পরিচালনায় ‘মুক্তি’সহ বেশ কিছু ছবিতে গেয়েছি। এ গানগুলো প্রকাশ হলে ভালো লাগবে শ্রোতাদের। এদিকে প্রথমবারের মতো এ বছর শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঐশী।  মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়ারে’ গানটির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। গানটি লিখেছেন মাসুদ পথিক এবং সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

পুরস্কার প্রাপ্তি তো হলো। এখন কি পরিকল্পনা?  অনুভূতি কি? এ গায়িকা বলেন, অনেক কম বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের ও সম্মানের। শ্রোতা থেকে শুরু করে সহকর্মীরাও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর থেকে উৎসাহটা আরো বেড়ে গেছে। পাশাপাশি শ্রোতাদের প্রত্যাশাও বেড়েছে আমার প্রতি।  আমি সেই প্রত্যাশা পূরনের চেষ্টা করবো।

আরো অনেক ভালো ভালো গান উপহার দিতে চাই শ্রোতাদের। সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে এখন? উত্তরে এ শিল্পী বলেন, গত বছর তো করোনার কারণে সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছিল। সংগীতের অবস্থাও তেমন ছিলো। স্টেজ শো এখনও অনেক কম আয়োজন হচ্ছে। তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। আশা করবো এ বছর সব আগের মতো স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *