এ মুহূর্তে এসব নিয়ে আলোচনা ঠিক না: পাপন

এ মুহূর্তে এসব নিয়ে আলোচনা ঠিক না: পাপন

খেলাধুলা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট।  চট্টগ্রাম টেস্টে হতাশায় মোড়ানো হারের দুঃস্বপ্ন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে খেলছে মুমিনুল বাহিনী। অন্যদিকে ক্যারিরীয়দের চোখে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন।

সেই স্বপ্ন দেখতেই পারেন সফরকারীরা। দলটির অলরাউন্ডার কাইল মেয়ার্স চট্টগ্রামের মতো ঢাকায় জ্বলে উঠলে জয় নিশ্চিত ভাবছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।সাগরিকায় ডাবল সেঞ্চুরির অতিমানবীয় ইনিংস খেলেছেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের দুর্বল একাদশের বিপক্ষে অবিশ্বাস্য হারের পর মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। চট্টগ্রাম টেস্টে দুটি রিভিউ নেননি মুমিনুল। অথচ রিপ্লেতে দেখা গেছে– কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনার নিশ্চিত আউট ছিলেন।

তার মেয়ার্স-বোনার রেকর্ড গড়া জুটিই চট্টগ্রাম টেস্টে সর্বনাশ করে ছেড়েছে বাংলাদেশের।তবে মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন পাপন।

ওই উদ্বোধনী অনুষ্ঠানে কোচ ও অধিনায়ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পাপন বলেন, এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা ঠিক নয়। কারণ একটা সিরিজ চলছে।  তা ছাড়া আমার মনে হয় না, একটা খেলা দেখে, একটা ম্যাচের পারফরম্যান্স দেখে– এ রকমের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।

তিনি যোগ করেন, একটা জিনিস মনে রাখবেন– এই ওয়েস্ট ইন্ডিজ টিমকে কিন্তু আমরা ওডিআইতে হোয়াইটওয়াশ করেছি। কাজেই ওরা তো জিততেই পারে টেস্ট একটা। সেকেন্ড টেস্টে আমরা যাতে ভালো খেলি সেটিই হচ্ছে বড় কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *