ট্রাম্প আমলের সব কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ

ট্রাম্প আমলের সব কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিয়োগ পাওয়া অধিকাংশ কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিকে পদত্যাগ করতে বলেছে মার্কিন বিচার মন্ত্রণালয়। যদিও ট্রাম্প আমলের কয়েকটি রাজনৈতিক স্পর্শকাতর তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর অধিকাংশ কৌঁসুলি চলে যাওয়া একটি নিয়মিত ঘটনা। যদিও বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, সবাই পদত্যাগ করলেও ডেলওয়ারের ডেভিড ওয়েসকে থেকে যাওয়ার অনুরোধ করবেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল উইলকিনসন।

ট্রাম্পের ছেলে হান্টার বাইডেনের কর নিয়ে তদন্তের দেখভাল করছেন ডেভিড ওয়েস।সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের মনোনীত বিশেষ কাউন্সেল জন ডুরহাম তার কাজ চালিয়ে যাবেন। তবে কানেকটিকাটের কৌঁসুলির পদ থেকে তিনি সরে দাঁড়াবেন।

ট্রাম্প, তার সাঙ্গপাঙ্গো ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের উৎস সন্ধানে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।উইলকিনসন বলেন, আমরা মসৃণভাবে ক্ষমতার হস্তান্তর চাচ্ছি। তবে এক কর্মকর্তা বলেন, ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় তদন্তে বড় আকারের ভূমিকা রাখতে কলোম্বিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মাইকেল শারইনকে অনুরোধ জানাবে বিচার মন্ত্রণালয়।

সম্ভাব্য অ্যাটর্নিদের আবেদন পর্যালোচনা করে দেখবেন মার্কিন সিনেটররা। প্রথানুসারে, প্রতিটি রাজ্যের দুই সিনেটর প্রার্থীদের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। যদিও ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে তা পুরোপুরি মানা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *