ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে জুভেন্টাস

ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে জুভেন্টাস

খেলাধুলা

ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় জুভেন্টাস। এবার ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে গোল শূন্য ড্র করেও ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস।

মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগ গোল শূন্য ড্র’তে শেষ হয়। আর তাই তো দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় সান সিরো ম্যাচের ফলাফল।

শুরু থেকে বল দখলে জুভেন্টাস এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না কেউই। ২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে রোমেলু লুকাকুর ফ্লিক পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। একটু পর ক্রিস্টিয়ান এরিকসেন ও লাউতারো মার্তিনেসের শট প্রতিহত হয় জুভেন্টাসের রক্ষণে।

বিরতির আগে দুটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। প্রথমবার ডি-বক্সে তার শট ব্লকড হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে। পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক সামির হান্দানোভিচ।

৮১তম মিনিটে ইন্টারের আশরাফ হাকিমির শটে পাশের জালে লাগে বল। বাকি সময়ে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সফরকারীরা। আর তাতেই ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র’তে।

অন্য সেমিফাইনালে নাপোলি ও আতালান্তার মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে আন্দ্রেয়া পিরলোর দল।

এর আগে জুভেন্টাস ফাইনাল খেললেও পেনাল্টিতে হেরে যায়। নাপোলি তাদের ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *