বয়সের সঙ্গে পায়ের ধারও যেন বেড়েছে ইব্রাহিমোভিচের। চলতি মৌসুমে এরই মধ্যে ১৭ ম্যাচে করেছেন ১৬ গোল। ৩৯ বছর বয়সী সুইডিশ ফরোয়ার্ড রোববার রাতে পা রেখেছেন ৫০০’র ক্লাবে। ইতালিয়ান সিরি আ’য় ক্রোতোনোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। জোড়া গোলে ক্লাব ক্যারিয়ারে পাঁচশ গোলের মাইলফলক পেরিয়েছেন ‘চিরসবুজ’ ইব্রা।
দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি প্রথম গোলটি করেছিলেন ১৯৯৯ সালে, মালমোর হয়ে। সুইডিশ ক্লাবটির হয়ে করেছেন ১৮ গোল। এরপর আয়াক্সের হয়ে ৪৮, জুভেন্টাসে ২৬।
ইন্টার মিলানে ৬৬, বার্সেলোনায় ২২, এসি মিলানে প্রথম স্পেলে ৫৬, পিএসজির হয়ে ১৫৬, ম্যানচেস্টার ইউনাইটেডে ২৯, এলএ গ্যালাক্সিতে ৫৩ ও এসি মিলানে নিজের দ্বিতীয় অধ্যায়ে এখন পর্যন্ত ২৭ গোল ইব্রাহিমোভিচের। পিএসজির পর ক্লাব ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ গোল ইব্রা করেছেন এসি মিলানের জার্সিতে।
ইব্রাহিমোভিচের ধারাবাহিক পারফরমেন্স ও দলের অন্যদের দারুণ পারফরমেন্সে এক দশক পর লীগ শিরোপার স্বপ্ন দেখছে এসি মিলান। লীগে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার শীর্ষে।