বার্সেলোনার নাটকীয় জয়

বার্সেলোনার নাটকীয় জয়

খেলাধুলা

স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতের ম্যাচটিতে রিয়াল বেটিসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মেসির দল। এটা লিগে বার্সার টানা ষষ্ঠ জয়।

বেটিসের বিপক্ষের এই ম্যাচের সেরা একাদশে নামানো হয়নি লিওনেল মেসি ও ফ্রাঙ্ক ডি ইয়ংকে। কাতালানদের হতাশ করে ৩৮ মিনিটে লিড নেয় বেতিস। গোল করেন বোর্গা ইগলেসিয়াস। প্রথমার্ধে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এভাবেই গোলশূন্যভাবে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা।

বিরতির পর খেলতে নামেন মেসি। ম্যাচের ৫৯ মিনিটে কাতালান সমর্থকদের ভয়কে জয় করেন আর্জেন্টাইন এই তারকা। প্রিয় তারকার গোলে উচ্ছ্বাসে মেতে উঠে সমর্থকরা। ৬৮ মিনিটে আবারো উৎসব বার্সা শিবিরে। তবে, এবার নিজেদের কল্যাণে নয়। আত্মঘাতী গোল করেন ভিক্টর রুইজ। লিড পায় বার্সেলোনা।

নিজের ভুলকে ফুলে পরিণত করতে বেশি সময় নেননি রুইজ। ৭৫ মিনিটে নাবিল ফেকিরের ফ্রি কিকে চমৎকার গোল করে বেতিসকে ২-২ গোলের সমতা উপহার দেন ৩২ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।

ড্র’য়ের পথেই যাচ্ছিলো ম্যাচ। তবে, তা হতে দেননি ত্রিনকাও। সমানে সমান লড়াইয়ে ৮৭ মিনিটে ব্যবধান গড়েন ২১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।বার্সার জার্সি গায়ে নিজের ১৭তম ম্যাচে এসে প্রথম গোল করলেন তিনি। তাতে বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়।

আর এই জয়ে ২১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ১৯ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *