জাতীয়: সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনার টিকা কার্যক্রম। ভ্যাকসিন নিলেও সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ প্রধানমন্ত্রীর। নিবন্ধিত হতে পারবেন ৪০ বছর বয়সীরাও। ** আল জাজিরার রিপোর্ট ভিত্তিহীন, তা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে সরকারকে। প্রয়োজনে সহযোগিতা করবে বিএনপি। ** মোবাইল ব্যাংক নগদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ৮ উপজেলার ৮৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে। একজন শিক্ষার্থী মাসে পাবেন ১৫০ টাকা- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ** ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা চালক মুলকত হত্যা মামলায় তিন আসামির ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদণ্ড। ** কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় স্ত্রী ও সন্তানকে হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসি। ** মানবপাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতার বিষয়ে জারি করা রুলের শুনানি ২২ ফেব্র“য়ারি। ** থানার ওসি হিসেবে এএসপিদের দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে দুদক। ** সাভারে নিজের পোশাক কারখানায় কর্মরত নারী কর্মীকে ধর্ষণ। গার্মেন্টস মালিক আটক। ** ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ। ১১ ফেব্র“য়ারি দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত। ** বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত। অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার। ** রাজধানীর পল্লবী থেকে ২৭ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। ** ঢাকার ধামরাই ও সাভার থেকে দু’জনের লাশ উদ্ধার। আন্তর্জাতিক: ভারতের উত্তরাখন্ডে হিমালয়ের হিমবাহ ভেঙে তুষারধসে সৃষ্ট বন্যায় ১৪ জনের লাশ উদ্ধার। নিখোঁজ ১৭০ জন। খেলা: অভিষিক্ত কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে চট্টগ্রাম টেস্ট জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। স্কোর: বাংলাদেশ ৪৩০ ও ২২৩/৮(ডিক্লে.), ওয়েস্ট ইন্ডিজ ২৫৯ ও ৩৯৫/৭। ** স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ** ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুল ১-৪ ম্যানচেস্টার সিটি, শেফিল্ড ইউনাইটেড ১-২ চেলসি।

ঝড় তুললেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা

বিনোদন

মাধুরী দীক্ষিতের জনপ্রিয় একটি গানে তুমুল নাচ সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার। এমন একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। পরনে শিফনের হলুদ শাড়ি, খোলা চুল, অনেকটা পিঠ কাটা ব্লাউজ। লাস্যময়ী অঙ্কিতা ইন্সটাগ্রামের ‘ধক ধক’ গার্ল।

হালকা নীল-সবুজ আলো আঁধারি পরিবেশে নিজের মোহময়ী ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। নিজের পেজে শেয়ার করেছেন মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত নাচ ‘ধক ধক করনে লগা’। নাচের লাস্যময়ী স্টেপে অনুরাগীদের জমিয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। উল্লেখ্য, বরাবরই নিজেকে ডান্স কুইন মাধুরী দীক্ষিতের বড় ফ্যান বলে দাবি করে এসেছেন অভিনেত্রী।

তাই তারই বিখ্যাত গানে নিজের ডান্স মুভ তুলে ধরেছেন তিনি। তবে অনেকে অঙ্কিতার নাচের প্রশংসা করলেও, সমালোচনাও করেছেন কেউ কেউ। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী হওয়া সত্ত্বেও কেন এমন অশালীন ভঙ্গিমায় নাচ? প্রশ্ন নেটদুনিয়ায়। কমেন্ট সেকশনে কেউ কেউ লিখেছেন, তারা এখনও সুশান্তকে ভোলেননি।
অঙ্কিতা কি করে ভুলে গেলেন? আবার অনেকে কৃষক আন্দোলনের নতুন ধরন বলেও কটাক্ষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *