ভারানের জোড়া গোলে রিয়ালের স্বস্তির জয়

ভারানের জোড়া গোলে রিয়ালের স্বস্তির জয়

খেলাধুলা

ম্যাচের আগে জিনেদিন জিদান মেজাজ হারিয়ে সংবাদমাধ্যমকে এক হাত নিয়েছিলেন। এই ম্যাচ হারলে চাপ আরও বেড়ে যেত রিয়াল বসের ওপর। প্রথমে পিছিয়ে পড়লেও রাফায়েল ভারানের জোড়া গোলে ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের দলটি।  হুয়েস্কার হয়ে গোলটি করেন হাভি গালান।

প্রতিপক্ষের মাঠে দুই তৃতীয়াংশ বল দখলে রাখলেও প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৩৩তম মিনিটে করিম বেনজেমার জোরালো শট প্রতিহত করেন স্বাগতিক গোলরক্ষক আলভারো ফের্নান্দেস।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পিছিয়ে যায় রিয়াল। এসময় হুয়েস্কাকে এগিয়ে দেন হাভিগালান। সতীর্থের পাসে ডি-বক্সে মুখে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকেই বাঁ পায়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৫৫তম মিনিটে ভারানের গোলে সমতায় ফেরে রিয়াল।

করিম বেনজেমার ফ্রি কিকে লাফিয়ে হেড দিয়ে বল জালে জড়ান এই ফরাসি ডিফেন্ডার।

৭৭তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বেনজেমা। আসেনসিওর হেড গোলমুখে প্রতিহত হওয়ার পর ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন এই ফরাসি স্ট্রাইকার।৮৪তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের কর্নারে ডি-বক্সে ক্যাসিমিরোর লাফিয়ে নেয়া হেড গোলরক্ষক প্রতিহত করে দিলে বল পায় ভারানে। বাঁ পায়ের শটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি।

২১ ম্যাচে ১৩ জয়, ৪ হার ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *