টানা পঞ্চম জয়ে বায়ার্নের বিশ্বকাপ প্রস্তুতি

টানা পঞ্চম জয়ে বায়ার্নের বিশ্বকাপ প্রস্তুতি

খেলাধুলা

বার্লিনে প্রচন্ড তুষারপাতেও জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে জার্মান বুন্দেসলিগায় হার্থা বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। আগামী মঙ্গলবারই কাতারে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বায়ার্ন। মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা দারুণ করলো হান্সি ফ্লিকের দল। লীগে টানা পঞ্চম জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাতারে পা রাখবে জার্মান জায়ান্টরা।

বার্লিনে বৃষ্টির মতো ঝরছিল তুষার। তুষারে ঢাকা মাঠে ২১তম মিনিটে কিংসলে কোম্যানের গোলে লিড নেয় বায়ার্ন। প্রথমার্ধের গোলটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতলো বাভারিয়ানরা।

বুন্দেসলিগায় শীর্ষস্থানটা আরো মজবুত হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট বায়ার্নের। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লাইপজিগের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

কাতারে চলমান ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারলে ১০ মাসেরও কম সময়ে ৬ শিরোপা জয়ের কীর্তি গড়বে বায়ার্ন মিউনিখ। ছুঁয়ে ফেলবে ২০০৯ সালে বার্সেলোনার গড়া ছয় শিরোপা জয়ের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *