ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম ইনিংসের মোটামুটি বড় স্কোরের কাছে পৌঁছেছে বাংলাদেশের। দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাসকে হারালেও ওয়েস্ট ইন্ডিজ বোলারদের প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন মেহিদি হাসান ও সাকিব।
দুই জনের পার্টনারশীপে ৩০০ রানের গণ্ডী পেরিয়েছে বাংলাদেশ। সাকিব করেছেন ৫০। তবে ইনিংস বেশি বড় করতে পারেননি তিনি। ৬৮ রানে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। মিরাজও আছেন পঞ্চাশের স্বারপ্রান্তে। ৪৬ রান করে অপরাজিত আছেন তিনি। তবে তার পঞ্চাশের আগেই আম্প্যায়াররা মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা করেছেন।
মিরাজের ওপর ভর করেই মধ্যাহ্নভোজের বিরতির পর বড় স্কোরের দিকে ধাবিত হবে বাংলাদেশ। তার সঙ্গে আছেন ক্তাইজুল ইসলাম। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩২৮ রান ৭ উইকেটের বিনিময়ে।