চাল ও সিলিন্ডার নিয়ে মেঘনায় ট্রলারডুবি

চাল ও সিলিন্ডার নিয়ে মেঘনায় ট্রলারডুবি

বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে সরকারি চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে এতে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ বলেন, আজ সকাল ৬টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে আল্লাহর দান নামের একটি ট্রলার হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে নদীতে ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা চার-পাঁচজন মাঝিমাল্লাও নদীতে ডুবে যান। পরে পেছনে থাকা বার আউলিয়া নামের একটি ট্রলার তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে।পরিদর্শক একরাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *