সীমান্তে ফের রোহিঙ্গা ঢলের আশঙ্কা করছে পশ্চিমা দুনিয়া। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রেক্ষিতে এই আশঙ্কায় ইউরোপের দুটি রাষ্ট্র অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়লে বাংলাদেশের অবস্থান কী হবে? তা জানতে চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অবশ্য এ নিয়ে আগাম কোন মন্তব্য করতে চাইছেন না।
তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন যে সীমান্তে রুটিন দায়িত্বের বাইরেও অতিরিক্ত নজরদারি রাখছে ঢাকা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে প্রতিবেশি বাংলাদেশ কী ভাবছে?
তা জানতে যুক্তরাষ্ট্র ও চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূতদ্বয় পররাষ্ট্র সচিবের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। সোমবারের ওই বৈঠক দু’টি খুবই তাৎপর্যপূর্ণ ছিল বলে জানানো হয়েছে। তবে বৈঠকে বাংলাদেশ কী বলেছে এ বিষয়ে কেউ এখনই মুখ খুলতে রাজি হননি।