শুরুতে পিছিয়ে পড়লেও ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ফাইনালে এক পা দিয়ে রাখলো আন্দ্রে পিরলোর শিষ্যরা। মিলানের হয়ে গোলটি করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে সান সিরোয় শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিলান। নবম মিনিটে নিকোলো বারেল্লার চমৎকার স্কয়ার পাস ধরে গিয়ানলুইগি বুফনকে ফাঁকি দেন লাউতারো।
২৬তম মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। স্পটকিক থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এসময় মিলানের ডি-বক্সে হুয়ান কুয়াদরাদোকে ফাউল করেন অ্যাশলি ইয়ং। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৩৫তম মিনিটে ফের রোনালদোর গোল। ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক সামির হান্দনোভিচের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন পর্তুগীজ সুপারস্টার। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়াতে দেয়নি ইন্টার গোলরক্ষক। ২-১ গোলে ইন্টারকে হারিয়েছে ১৩ বারের চ্যাম্পিয়নরা।
বের্নারদেস্কির শট এক জনের গায়ে লেগে দিক পাল্টে চলে যাচ্ছিল জালে। তবে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সামির হান্দানোভিচ। অ্যালেক্সিজ সানচেজ ও ক্রিশ্চিয়ান এরিকসেন ভালো কয়েবটি সুযোগ নষ্ট করে।
৪৩ বছর বয়সী গোলকিপার বুফন দারুণ দক্ষতায় মাত্তেও দারমিয়ানকে ঠেকিয়ে জুভেন্টাসের লিড ধরে রাখেন। এই ম্যাচটি ছিলো ইতালিয়ান গোলকিপারের ১১০০ তম ম্যাচ। গত আসরের ফাইনালে নাপোলির কাছে হেরে যাওয়া জুভেন্টাস আগামী ৯ই ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ খেলবে।