রাশিয়ায় অ্যালেক্সি নাভালনি সমর্থকদের তীব্র বিক্ষোভ

রাশিয়ায় অ্যালেক্সি নাভালনি সমর্থকদের তীব্র বিক্ষোভ

আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। তীব্র ঠাণ্ডার মধ্যে রাজপথে নামে তার হাজার হাজার সমর্থক। এদিন দেশটির বিভিন্ন শহর থেকে পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।

শুধু রাজধানী মস্কো থেকেই এক হাজার ৬০০-এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। নাভালনির স্ত্রী ইউলিনাকে প্রথমে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

বিরোধীদলীয় নেতার ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যেও অনেককে তুলে নিয়ে গেছে নিরাপত্তা বাহিনী। এ তালিকায় নাভালনির ভাই ওলেগ নাভালনি-ও রয়েছেন।

বিক্ষোভকে কেন্দ্র করে আগেই সব মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজধানী মস্কোয় চলাচলের ওপরও বিধিনিষেধ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় শহরের বেশিরভাগ রেস্তোরাঁ ও দোকানপাট। এছাড়া মাটির উপরিভাবে যেসব পরিবহন চলাচল করে, সেগুলোর রুটও বদলে দেওয়া হয়।

রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে এই বিক্ষোভ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। এতে অবিলম্বে নাভালনির মুক্তির দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে বলেছেন, রাশিয়ার জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।

১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরেই অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করা হয়। পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। তার মুক্তির দাবিতে বিক্ষোভে নামে তার সমর্থকরা।

 

সূত্র : ভয়েস অব আমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *