রাজধানীতে সেনা টহল বন্ধ রাষ্ট্রীয় টেলিভিশনও

রাজধানীতে সেনা টহল বন্ধ রাষ্ট্রীয় টেলিভিশনও

আন্তর্জাতিক

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি এবং দেশটির প্রেসিডেন্ট উইন মিনতকে আটকের পর পুরো দেশ নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি দেশটির রাজধানী নেপিডো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনা টহল দিচ্ছে।

নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি বার্মিজ জানিয়েছে, ইয়াঙ্গুন অনেকটা স্বাভাবিকই রয়েছে। শহরটির আঞ্চলিক পার্লামেন্ট এবং আঞ্চলিক সরকারি অফিসগুলোর দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী। বেসামরিক কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে সেনা অভ্যুত্থানের পর ইয়াঙ্গুনের বাসিন্দারা এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। অনেকেই বাইরে বের হয়ে খাবার ও শুকনো খাবার কিনতে শুরু করেছেন।

বিবিসি আরো জানায়, দেশটির প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে, তারা কিছু কারিগরি সমস্যার মুখে পড়েছে এবং তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *