ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে রোববার রাতে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে কেরমান প্রদেশের শহরে ওই ভূমিকম্পটি অনুভূত হয়। খবর আনাদোলুর।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির ২১ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটিতে বেশ কয়েকটি ভয়াবহ ভূমিকম্পের ইতিহাস আছে।