চেন্নাইয়ে স্পিন-সহায়ক উইকেটে ইংল্যান্ডকে স্বাগত জানাবে ভারত। স্বাগতিকদের স্পিনকে ভয় পাচ্ছেন না ইংলিশ পেসার জোফরা আর্চার। জানালেন, নিজেদের ব্যাটিং লাইন আপ নিয়ে আত্মবিশ্বাসী তিনি। সঙ্গে আর্চারের দাবি, এমন উইকেটে খেলা হোক যেখানে পেসাররাও সাহায্য পায়।
যদি স্পিন-সহায়ক পিচও হয়, তাতেও সমস্যা নেই। আর্চারের বিশ্বাস দলে বিশ্বমানের স্পিনার রয়েছেন। বিরাট কোহলিদেরও যারা সমস্যায় ফেলে দিতে পারেন। ভারতীয় স্পিনাররা তার দলকে ব্যাটিং বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারবে না বলেও জানান আর্চার। জো রুট, জস বাটলাররা ইতিমধ্যেই শ্রীলঙ্কায় প্রমাণ করেছেন সেটা।
ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের কলামে আর্চার লিখেন, ‘দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টির মধ্যে কোনো মিল নেই। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যান আক্রমণ করে। টেস্টে সারাদিন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা হয়। তাই পিচ থেকে সাহায্য না পেলে বোলারদের পক্ষে কাজটা অনেক কঠিন হয়ে যায়।
তাই আশা করি, ভারতের নিরপেক্ষ পিচের ব্যবস্থা করা হবে। যদি স্পিন-সহায়ক উইকেট দেয়া হয়, তাতেও কোনো সমস্যা দেখছি না। আমাদের দলে বিশ্বমানের স্পিনার রয়েছে। ভারতও ঘূর্ণির সাহায্যে আমাদের উড়িয়ে দিতে পারবে না।
ভারতের স্পিন বিভাগে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন রয়েছে। আর অশ্বিনের ৩৭৭ টেস্ট উইকেট রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। ইংল্যান্ড দলের দুই স্পিনারও বেশি ম্যাচ খেলেননি। ১২ টেস্টে ৩১ উইকেট রয়েছে অফস্পিনার ডম বেসের।
বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ ১২ টেস্টে পেয়েছেন ৪৪ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই স্পিনারের দাপটেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তাই আর্চারের বিশ্বাস, ‘এক তরফা ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’