আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরের পথে

আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরের পথে

বাংলাদেশ

আরও ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়। বেলা একটার দিকে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে চারটি জাহাজে ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা সেখানে পৌঁছে।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প ও তার বাইরে থাকা অন্তত ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে দুই বছর আগে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

সরকারের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে প্রথম দফায় ভাসানচরে নেওয়া হয়। এরপর দ্বিতীয় দফায় ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন রোহিঙ্গা ওই দ্বীপে গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *