২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হওয়ার পর থেকেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছিলেন নিশাত সালওয়া। যদিও সেই প্রস্তাবে তাৎক্ষণিক সাড়া দেননি। বুঝেশুনে সময় নিয়ে ভালো সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুটাই হয় নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের হাত ধরে, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার মাধ্যমে।
এরপর কাজ করেছেন নায়িকা কবরী সারোয়ার পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ও সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমায়। বড় অভিষেকের অপেক্ষায় থাকা নবাগত এ নায়িকা ব্যাক টু ব্যাক তিনটি সিনেমায় অভিনয় করে বেশ আত্মবিশ্বাসী। বললেন, আগের তুলনায় নিজেকে আরো বেশি পরিণত মনে হচ্ছে। তিনটি সিনেমার ভিন্ন ভিন্ন চরিত্র করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি।
এই কথা বলতেই জানালেন, নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সালওয়া। সিনেমাটির নাম ‘বুবুজান’। শাপলা মিডিয়ার ব্যানারে যেটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনী। এতে সালওয়ার বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক শান্ত খান।
এ বিষয়ে এ নায়িকা বলেন, আগে যে তিনটি সিনেমায় অভিনয় করেছি, তার সবক’টিতেই আমার গ্লামার লুক ছিল। এবার সেখান থেকে বেরিয়ে পুরোপুরি একটা ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করবো। ‘বুবুজান’র প্রেক্ষাপট নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ।
অভিনয়ের জায়গা আছে এখানে। আমি খুবই আনন্দিত এমন একটি চরিত্র পেয়ে। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে চরিত্রটি ভালোভাবে উপস্থাপনের জন্য। বাকিটা দর্শকরাই বিবেচনা করবেন। নায়িকা জানালেন, ১৪ই ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। তার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন।
এদিকে চলচ্চিত্র ছাড়াও প্রতিনিয়ত ছোট পর্দায় কাজের প্রস্তাব পাচ্ছেন সালওয়া। তবে এই মুহূর্তে সিনেমা ছাড়া আর কিছু নিয়ে ভাবতে নারাজ তিনি।