আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ৩ ইরানি সিনেমা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ৩ ইরানি সিনেমা

বিনোদন

ইরানি প্রামাণ্য চলচ্চিত্র ‘সূর্যবিহীন ছায়া’, শর্টফিল্ম ‘তেরিশকো’ এবং চলচ্চিত্র ‘অবহেলিত অপরাধ’ বাংলাদেশের ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রোববার উৎসবের সমাপনী দিনে পরিচালক শাহরাম মাকরির ‘অবহেলিত অপরাধ’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছে।

এছাড়া, মেহেরদাদ ওস্কুয়ির পরিচালনায় নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘সূর্যবিহীন ছায়া’ এই উৎসবের স্পিরিচুয়াল ফিল্ম বিভাগের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। আর পরিচালক শাকিবা খালেকির ‘তেরিশকো’ জিতেছে নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগের শ্রেষ্ঠ শর্টফিল্ম পুরস্কার।

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয় ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার দেখানো হয়েছে ৭৩টি দেশের ২২৫টি ছবি। এগুলোর মধ্যে ইরান থেকেই প্রদর্শিত হয় চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও শর্টফিল্ম মিলিয়ে মোট ৩৫টি সিনেমা।

রোববার সন্ধ্যায় পর্দা নামে এ উৎসবের। বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সূত্র: পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *