ম্যারাডোনার স্বাক্ষর জাল করেছিলেন চিকিৎসক

ম্যারাডোনার স্বাক্ষর জাল করেছিলেন চিকিৎসক

খেলাধুলা

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় তিন মাস আগে তার স্বাক্ষর জাল করেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপার্দো লুক। খবর স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইর।

গতবছরের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। তার প্রায় তিন মাস আগে, ১ সেপ্টেম্বর এই কিংবদন্তির স্বাক্ষর নকল করে তার চিকিৎসা-সংক্রান্ত গোপন নথি সংগ্রহ করেন লুক।

ইএফইর বরাত দিয়ে তদন্তসংশ্লিষ্ট একজন বলেছেন, ‘হস্তলেখা বিশারদদের দ্বারা পরীক্ষানিরীক্ষার পর ব্যাপারটি এখন নিশ্চিত করা যাচ্ছে যে, এই স্বাক্ষরগুলো ম্যারাডোনার নয়। কেউ জাল করেছে তার স্বাক্ষর।’

এই জাল সই দিয়ে ম্যারাডোনা যেই ক্লিনিকে চিকিত্সারত ছিলেন, সেখান থেকে ম্যারাডোনার পূর্বের মেডিক্যাল রেকর্ড সংগ্রহ করেছিলেন লুক। কোনো অশুভ অভিপ্রায় থেকে এই কর্মকাণ্ড করা হয়েছিল কি না, তা নিশ্চিত করেনি তদন্তসংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *