মিলানের বড় হার, শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া ইন্টারের

মিলানের বড় হার, শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া ইন্টারের

খেলাধুলা

জুভেন্টাসের টানা ব্যর্থতার সুযোগে ইতালিয়ান সিরি আ’য় শীর্ষ দুই স্থানের লড়াইটা মিলানের দুই নগরপ্রতিদ্বন্দ্বীর। দারুণ ছন্দে থাকা এসি মিলানকে শনিবার রাতে ৩-০ গোলে হারিয়েছে আটালান্টা।

একই সময়ে হওয়া আরেক ম্যাচে উদিনেসের বিপক্ষে জিতলেই শীর্ষে উঠতো ইন্টার মিলান। গোলশূন্য ড্র করে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। সিরি আ’য় দ্বিতীয় হারের স্বাদ পাওয়া মিলানের সংগ্রহ ৪৩ পয়েন্ট।

দুই ম্যাচ আগে জুভেন্টাসের কাছে হেরে ২৭ ম্যাচ অপরাজিত পথচলার সমাপ্তি হয় মিলানের। এরপর টানা দুই জয়ের পর আবারো হার। ২৬তম মিনিটে আটালান্টাকে এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ৫৩ মিনিটে সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান জোসিফ ইলিসিচ।

৭৭ মিনিটে রোমেরোর অ্যাসিস্ট থেকে দুভান জাপাতার গোলে জয় নিশ্চিত হয় আটালান্টার।

মৌসুমের মাঝপথে এসে শেষ চার ম্যাচে দুই হার এসি মিলানের। তা নিয়ে দুশ্চিন্তা নেই তাদের। তবে শিরোপা জিততে মৌসুমের সবচেয়ে কঠিন সময় অপেক্ষা করছে মিলানের। এমনটাই মনে করেন দলটির অভিজ্ঞ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘আমরা এখনো শীর্ষে রয়েছি। এখনো পর্যন্ত দারুণ পারফর্ম করেছি।

শিরোপা জয়ের জন্য তা যথেষ্ট নয়। সামনে আমাদের মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচগুলো রয়েছে।’ টানা ৩৮ লীগ ম্যাচে গোল করার ধারাবাহিকতা থেমেছে মিলানের। আসরে ১২ গোল করা ইব্রাহিমোভিচ ছিলেন নিজের ছায়া হয়ে।

৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘প্রথমার্ধে আক্রমণভাগে আমি ছাড়া আর কেউ ছিল না। যথেষ্ট সহযোগিতা পাইনি। আটালান্টা এতটাই চাপ তৈরি করছিল তাতে আমাদের আক্রমণে ওঠাই কঠিন হয়ে পড়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *