মেক্সিকোয় অক্সিজেনের জন্য দীর্ঘ লাইন

মেক্সিকোয় অক্সিজেনের জন্য দীর্ঘ লাইন

আন্তর্জাতিক
মেক্সিকোর রাজধানীর হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। বেড়ে যাওয়া করোনা রোগীদের জন্যে অক্সিজেন কিনতে তাদের স্বজনদের লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।
এরকমই একজন এডদুয়ার্দো মার্টিনেজ। শুক্রবার মেক্সিকো সিটির রাস্তায় তাকে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে অক্সিজেন কেনার জন্য অপেক্ষা করতে। তার ৫৫ বছর বয়সী মা কোভিড- ১৯ রোগী।
মেক্সিকো সিটিতে আংশিক লকডাউন সত্ত্বেও মার্টিনেজের দুই প্রতিবেশী সম্প্রতি করোনায় মারা গেছেন।তিনি বলেন, আমরা যেখানে বাস করছি সেখানে লোকজন খুবই বেপরোয়া। তারা মাস্ক পরেন না।
গত মধ্য ডিসেম্বরের পর থেকে ৯০ লাখ অধিবাসীর মেক্সিকো সিটিতে সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নেয়া হয়েছে। অদরকারি কর্মকান্ড বন্ধ রাখা হয়েছে।সরকারি হিসেবে দেশটিতে করোনায় ২৬ হাজারেরও বেশি লোক মারা গেছে। আক্রান্তের সংখ্যা দেশব্যাপী প্রায় ১ লাখ ৪৭ হাজার।
এ প্রেক্ষাপটে অক্সিজেনের চাহিদা বেড়ে প্রবল হয়েছে। তেইশ বছর বয়সী মেডিক্যাল শিক্ষার্থী গত চারদিন ধরে তার ভার্চুয়াল ক্লাশ করতে পারছে না। কারণ সে অক্সিজেনের খোঁজে আছে।
বাড়িতে থাকা অসুস্থ স্বজনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যালেঞ্চিয়া খুবই উদ্বিগ্ন। কারণ অক্সিজেন কেনার লাইন খুবই দীর্ঘ।’বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *