নাচ-গানে হিরো আলমের ‘ডিজে কালা’

নাচ-গানে হিরো আলমের ‘ডিজে কালা’

বিনোদন

সমালোচনা উপেক্ষা করে একের পর এক নতুন গান নিয়ে আসছেন আলোচিত হিরো আলম। এবার নাচ ও গানের ‘ডিজে কালা’ শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন তিনি। এই গানে হিরো আলম ডুয়েট করেছেন রুমি খানের সঙ্গে।

গানের ভিডিওতে হিরো আলমকে দেখা গেছে এক ঝাঁক ড্যান্সারের সঙ্গে ডিজে পার্টির আদলে নাচে-গানে তাল মেলাতে। এই গানের কিছু অংশে র‌্যাপও রয়েছে। গানটি নিয়ে নেটিজেনরা প্রশংসা করলেও, কেউ কেউ হিন্দি গান ‘মুক্কালা মুকাবেলা’র অনুকরণের কথা লিখছেন কমেন্টে।

এর আগে, চলতি বছরের শুরুতে হিরো আলম নিজের জেলা বগুড়ার আঞ্চলিক ভাষার গান মুক্তি পায়।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গান মুক্তি পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *