যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও আফ্রিকান-এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নজির গড়লেন কমলা হ্যারিস।
সপ্তাহ দেড়েক আগে তার গায়ের নিয়ে রং বিতর্ক দেখা দেয়। জনপ্রিয় লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদে তাকে ফর্সা দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে তখন।
বিতর্কের মুখে এবার বদল হলো ম্যাগাজিনটির প্রচ্ছদ। যেখানে তারা কমলার নতুন ছবি প্রকাশ করেছে।
পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যার মূল প্রচ্ছদে যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্টকে দেখা যায় কালো জিনস, ব্লেজার ও স্নিকার্স পরা অবতারে। সমালোচকেরা দাবি করেছিলেন, কমলার ছবিটি হালকা চালের। ওই ছবিতে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্টকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। তার অমর্যাদা হয়েছে। এমনকি ওই ছবিতে গায়ের রং খানিকটা ফর্সা দেখানোর অভিযোগও উঠেছিল।
প্রকাশ্যে কিছু না বললেও ৫৬ বছরের ভাইস প্রেসিডেন্ট ঘনিষ্ঠ মহলে ছবিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যায়।
ওই সময় টুইটারে নেটিজেনদের অনেকেই ‘ভোগ’কে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন। ম্যাগাজিনটির সম্পাদক ব্রিটিশ-আমেরিকান অ্যানা উইন্টরের সমালোচনা করেন তাদের অনেকে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের কর্মী ওয়াজাহাত বলেন, ‘অ্যানা উইন্টরের কোনো কৃষ্ণাঙ্গ বন্ধু বা সতীর্থ নেই বোধ হয়। বিনা পয়সায় নিজের ফোনে কমলা হ্যারিসের ছবি তুলে দিতে পারি আমি। ভোগের প্রচ্ছদের চেয়ে সেগুলো একশ গুণ বেশি ভালো হবে।’
এ সব চাপের মুখে পত্রিকা জানিয়েছে, নীল স্যুট পরা কমলার নতুন ছবি দিয়ে নয়া প্রচ্ছদ ছাপা হয়েছে। পত্রিকার ডিজিটাল প্রচ্ছদেও দেখা যাচ্ছে সেই ছবি। কৃষ্ণাঙ্গ চিত্রগ্রাহক টাইলার মিশেলের তোলা দুটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন পত্রিকার সম্পাদক অ্যানা উইন্টর।
তবে এর আগে মূল প্রচ্ছদ নিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, বর্ণবিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছে ভোগ এবং ছবি দুটি কমলাই বেছে নিয়েছেন বলে তাদের দাবি।