যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে শুধু মৃতের সংখ্যাই চার লাখ ছাড়িয়ে গেছে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সেন্টার ফর ডিজাস্টার প্রিপার্ডনেস বিষয়ক পরিচালকসহ আরো অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের ব্যর্থতারর কারণেই দেশটিতে মৃতের সংখ্যা এতটা বেড়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে দুই কোটি ৪২ লাখ ৪৭ হাজার ছয়জন করোনায় আক্রান্ত এবং চার লাখ এক হাজার ৫৮৬ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রে মৃতের ওই সংখ্যাটি দেশটির ফ্লোরিডার নিউ অরলিন্স, ক্লিভল্যান্ড বা টাম্পার জনসংখ্যার চেয়ে বেশি। আবার দেশটিতে প্রতি বছরে হৃদরোগ, আলঝেইমার,ডায়াবেটিস, ফ্লু এবং নিউমোনিয়ার মত রোগগুলো মিলিত হয়ে যতজন আমেরিকান প্রাণ হারান, প্রায় তার সমান।

জেএইচইউ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় কোটি ৬১ লাখ ২০ হাজার ২৪৪ জনে।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত এক কোটি পাঁচ লাখ ৮১ হাজারের বেশি এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৫৫৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৮৫ লাখ ৭৩ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে দুই লাখ ১১ হাজার ৪৯১ জনের।

মৃতের সংখ্যায় এর পরেই রয়েছে মেক্সিকো। দেশটিতে মোট মারা গেছেন এক লাখ ৪১ হাজার ২৪৮ জন। তারপরেই রয়েছে যুক্তরাজ্য। সেখানে ৯১ হাজার ৬৪৩ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *