প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে উল্লম্ফন অব্যাহত আছে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ১৪ দিনেই ১০৮ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।এর মধ্য দিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের সাড়ে ছয় মাস না যেতেই রেমিটেন্সের পরিমাণ এক হাজার ৪০০ কোটি (১৪ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে। এই অঙ্ক গত অর্থবছরের মোট রেমিটেন্সের ৭৭ শতাংশেরও বেশি।
বিগত মাসগুলোর মতো জানুয়ারিতেও ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিটেন্স দেশে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।ছাইদুর রহমান বলেন, মহামারী করোনাভাইরসের মধ্যেও বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। সবাইকে অবাক করে দিয়ে প্রতি মাসেই বাড়ছে অর্থনীতির এই সূচক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২১ সালের প্রথম মাস জানুয়ারির ১৪ দিনে (১ থেকে ১৪ জানুয়ারি) ১০৭ কোটি ৯৭ লাখ ডলার রেমিটেন্সে পাঠিয়েছেন প্রবাসীরা।এই অংক গত বছরের জানুয়ারির একই সময়ের চেয়ে ৪১ দশমিক ২১ শতাংশ বেশি। গত বছরের এই ১৪ দিনে ৭৬ কোটি ৪৬ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।
এই ১৪ দিনের রেমিটেন্সসহ ২০২০-২১ অর্থবছরের সাড়ে ছয় মাসে (২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ১৪ জানুয়ারি) মোট এক হাজার ৪০২ কোটি ৪৫ লাখ (১৪.০২ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এই রেমিটেন্স গত ২০১৯-২০ অর্থবছরের মোট রেমিটেন্সের চেয়ে ৭৭ দশমিক ০৩ শতাংশ বেশি।গেলো ২০২০ সালের নয় মাসই ছিল মহামারী করোনাভাইরাসের ছোবল। ভয়-আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হয় বছর।
গোটা পৃথিবীর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য তছনছ-ওলটপালট করে দিয়েছে এই মহামারী। কিন্তু এর মধ্যেও বাংলাদেশের রেমিটেন্সপ্রবাহ কমেনি, উল্টো বেড়েছে।বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছিল, কোভিড-১৯ মহামারীর ধাক্কায় ২০২০ সালে দক্ষিণ এশিয়ার রেমিটেন্স ২২ শতাংশ কমবে। বাংলাদেশে কমবে ২০ শতাংশ।
কিন্তু দেখা গেল, পাশের দেশ ভারতে ৩২ শতাংশ হ্রাস পেলেও বাংলাদেশে রেমিটেন্স বেড়েছে ১৮ দশমিক ৬৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২০ সালের শেষ মাস ডিসেম্বরে ২০৫ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৯ সালের ডিসেম্বরের চেয়ে ২১ দশমিক ২১ শতাংশ বেশি।
এ নিয়ে অর্থবছরের ছয় মাসের পাঁচ মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে।করোনাভাইরাস মহামারীর মধ্যেই অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল দেশে, যা এক মাসের হিসাবে এ যাবতকালের সর্বোচ্চ।
মহামারীর কারণে রেমিটেন্স কমে যাবে বলে ধারণা করা হলেও তা ঘটেনি। মহামারীর আঁচ বিশ্বের অর্থনীতিতে লাগার পর গত এপ্রিল মাসে রেমিটেন্স কমলেও এরপর আবার বেড়েছে। অগাস্টে এসেছিল ১৯৬ কোটি ৩৪ লাখ ডলার। সেপ্টেম্বরে আসে ২১৫ কোটি ১০ লাখ ডলার। অক্টোবরে এসেছিল ২১১ কোটি ২৪ লাখ ডলার। নভেম্বরে আসে ২০৭ কোটি ৮৭ লাখ ডলার।
২০১৯-২০ অর্থবছরে মোট ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। ওই অঙ্ক ছিল আগের ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৮৭ শতাংশ বেশি।এ হিসাবে দেখা যাচ্ছে, গত অর্থবছরে যে রেমিটেন্স এসেছিল, তার ৭৭ শতাংশের বেশি সাড়ে ছয় মাসেই চলে এসেছে।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন দেশে থাকা এক কোটির বেশি বাংলাদেশির পাঠানো এই অর্থ। দেশের জিডিপিতে সবমিলিয়ে রেমিটেন্সের অবদান ১২ শতাংশের মতো। রেমিটেন্স প্রবাহ বাড়াতে গত অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার।