অস্ট্রেলিয়ার ব্রিসবেন দূর্গ গুঁড়িয়ে ভারতের ইতিহাস

অস্ট্রেলিয়ার ব্রিসবেন দূর্গ গুঁড়িয়ে ভারতের ইতিহাস

খেলাধুলা

মহাকাব্যিক এক টেস্ট ম্যাচের সাক্ষী হল ক্রিকেটবিশ্ব। ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে জিতল ভারত। সঙ্গে রচিত হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুই টেস্ট সিরিজ জিতল ভারত। এশিয়ার একমাত্র দল হিসেবে এই কীর্তি গড়ল ভারত।চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারত জিতল ২-১ ব্যবধানে।

দূর্গ বানিয়ে ফেলা ব্রিসবেনের গ্যাবায় ৩৩ বছর ধরে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালে শেষবার গ্যাবায় অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর এই মাঠে ৩১ টেস্টের ২৪টিতেই জিতেছিল অস্ট্রেলিয়ার। ড্র ৭ ম্যাচে।

ব্রিসবেনে শেষ টানা সাত টেস্টে জয়ের স্মৃতি নিয়ে ভারতের মুখোমুখি হয়েছিল অজিরা। আর কুইন্সল্যান্ডের এই স্টেডিয়ামে ভারতের পরিসংখ্যান সুখকর ছিল না। আগের ৬ টেস্টের পাঁচটিতেই হার। একমাত্র ড্র ২০০৩ সালে। অজিদের দূর্গে ভারত উড়াল বিজয় নিশান।

চোট জর্জর ভারতের ইতিহাস গড়ার অন্যতম নায়ক ঋষভ পন্ত। এই উইকেরক্ষক ব্যাটসম্যানের ব্যাটিং বীরত্বে ভারত পেল তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়। একপ্রান্ত আগলে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১ ছক্কা ও ৯ বাউন্ডারিতে ১৩৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন পন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *