শিল্পীদের স্বঘোষিত পারিশ্রমিক মেনে নিতে পারছি না -সালাউদ্দিন লাভলু

শিল্পীদের স্বঘোষিত পারিশ্রমিক মেনে নিতে পারছি না -সালাউদ্দিন লাভলু

বিনোদন

নতুন বছরে টিভি নাটকের জনপ্রিয় অনেক শিল্পী পারিশ্রমিক বাড়িয়েছেন।একদিকে নাটকের বাজেট কমছে, আর অন্যদিকে শিল্পীদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়টিকে ভালো চোখে দেখছেন না নাট্যঙ্গনের অনেকেই। একে কান্ডজ্ঞানহীন সিদ্ধান্ত বলে মনে করেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু

তিনি বলেন, শিল্পীদের স্বঘোষিত পারিশ্রমিক মেনে নিতে পারছি না। দিন দিন যেখানে নাটকের বাজেট কমছে সেখানে কিভাবে তারা পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেয়। করোনার এই সময়ে বিভিন্ন দেশের শিল্পীরা পারিশ্রমিক কমিয়েছেন।

আমাদের শিল্পীদের চিত্র তার বিপরীতমুখী। অভিনয়ের পাশাপাশি এই অভিনেতা পরিচালনাও করছেন। আগামী ২১শে জানুয়ারি নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন বলে জানান তিনি।

চ্যানেল আইয়ের জন্য এটি নির্মাণ করবেন লাভলু। এই সিরিয়ালে বিভিন্ন চরিত্রে  থাকছে নতুন শিল্পীদের উপস্থিতি। কিন্তু কেন? উত্তরে তিনি বলেন,এর আগেও আমি নতুনদের নিয়ে ধারাবাহিক নাটক করেছি। দর্শক সেসব নাটক গ্রহণ করেছেন। নতুনদের নেবার কারণ হলো এখনকার শিল্পীদের অনেকের সিডিউল ঠিক মতো পাওয়া যায় না। এ

ছাড়া সব চ্যানেলে ঘুরেফিরে তাদের দেখতে দেখতে দর্শক অতিষ্ঠ। আমি তাই নতুনদের প্রাধান্য দিচ্ছি। নতুন বছরে লাভলুর চলচ্চিত্র নির্মানের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, এই বছরের শুরুতে ছবির কাজ শুরু করার ইচ্ছে ছিলো। কিন্তু প্রযোজক এখন  চাচ্ছেন না। আরো কিছু দিন সময় যাক।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজটি শুরু করবো। আশা করছি বছরের মাঝামাঝি থেকে ছবির কাজ শুরু করতে পারবো। এই অভিনেতা শোবিজের সামগ্রিক বিষয় নিয়েও কথা বলেন। প্রত্যেক শিল্পীর মিডিয়ার প্রতি দায়বদ্ধ থাকা উচিত বলে  মনে করেন।

তিনি আরও বলেন, শিল্পের প্রতি যার দায়বদ্ধতা নেই সে যা খুশি তাই করতে পারে। কিন্তু এটি ঠিক না। একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে সবাইকে ভাবতে হবে। আমাদের এখনো অনেক কিছু অনিয়মের মধ্য চলছ। এগুলো থেকে বের হয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *