মিয়ানমারকে বিনামূল্যে করোনার টিকা দেবে চীন

মিয়ানমারকে বিনামূল্যে করোনার টিকা দেবে চীন

আন্তর্জাতিক

মিয়ানমারকে বিনামূল্যে কিছু করোনাভাইরাস টিকা দেবে প্রতিবেশী চীন।চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-র দুই দিনের মিয়ানমার সফরের শেষ দিন, মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “চীন মিয়ানমারের চাহিদা অনুযায়ী মহামারী প্রতিরোধী উপাদান সরবরাহ করে যাবে। আমরা বিনামূল্যে করোনাভাইরাস টিকার একটি ব্যাচ দেবো এবং টিকা বিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা চালিয়ে যাব।”

ওয়াং য়ি, মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের জন্য সামরিক বাহিনীটির সমর্থন চেয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

এই করিডোর পরিবহন ও অন্যান্য অবকাঠামো প্রকল্পের একটি নেটওয়ার্ক। এর কিছু অংশ ইতোমধ্যেই বিদ্যমান ও বাকিটা পরিকল্পনাধীন। এই নেটওয়ার্ক মিয়ানমারের যে এলাকাগুলো দিয়ে গিয়েছে সেখানে স্থানীয় সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো পরস্পরের সঙ্গে এবং সরকারি বাহিনীগুলোর সঙ্গে লড়াই করছে।

মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলে চলমান লড়াইয়ের কারণে অনেক শরণার্থী পালিয়ে সীমান্ত পেরিয়ে চীনে আশ্রয় নেয়।

ওয়াং য়ি মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া, ব্রুনেই হয়ে ফিলিপিন্স সফর শেষে ১৬ জানুয়ারি চীনে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *