বারবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। কিন্তু ৭১তম মিনিটে দলের ত্রাতা হয়ে ওঠলেন পল পগবা। ফরাসি মিডফিল্ডারের দুর্দান্ত গোলে প্রিমিয়ার লীগের ম্যাচে বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিযোগিতায় টানা তৃতীয় জয়ে লিভারপুলকে টপকে শীর্ষে পৌঁছায় রেড ডেভিলরা।
বার্নলির মাঠে ৬৩ ভাগ বল দখলে রাখা ম্যানইউ শুরুতেই এগিয়ে যেতে পারতো। ম্যাচের ১৭তম মিনিটে বাঁ দিক থেকে লুক শ’র নিচু ক্রস ডি-বক্সে খুঁজে পায় ব্রুনো ফার্নান্দেজকে। তবে বার্নলি গোলরক্ষক নিক পোপ তাকে প্রতিহত করেন। আরো কয়েকবার স্কোর করার সুযোগ পায় ম্যান ইউ।তবে স্বাগতিকদের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ওলে গানার সুলশারের শিষ্যরা।
এক পর্যায়ে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। এই সময়ে স্বস্তি এনে দেন পগবা। ৭১ মিনিটে ডান দিক থেকে মার্কাস র্যাশফোর্ডের বাড়ানো বল দারুণ ভলিতে স্কোরলাইন ১-০ করেন দীর্ঘদেহী এই মিডফিল্ডার।
শেষ দিকে সমতায় ফেরার ভালো দু’টি সুযোগ পায় বার্নলি। তবে ম্যান ইউ গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি মার্সিয়াল।
চলতি প্রিমিয়ার লীগে ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দতুইয়ে নেমে গোেছ শিরোপাধারী লিভারপুল।