পরিবেশ দূষণের মাত্রা বাড়তে দেখে হতাশ জুহি। বারান্দায় দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে গিয়ে ধুলো ঢুকে যাচ্ছে নাকে মুখে। আর তাই লকডাউন এর সময়টাকে মিস করছেন তিনি। সেই স্তব্ধ সময়টায় একটা জিনিস অন্তত ভাল ছিল বলে মনে করেন অভিনেত্রী। ঘরের বাইরে মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিবেশ যেন প্রাণ ফিরে পেয়েছিল। নিজের টুইটার পোস্টে ঠিক এই কথা গুলোই লিখেন জুহি।
টুইটারে তাঁর এই পোস্ট পড়ে ক্ষুব্ধ নেটাগরিকের একাংশ। তাঁদের দাবি, লকডাউন এর সময়ে দেশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের রুজিরুটি বন্ধ হয়ে গিয়েছিল। সে কথা কি তিনি ভুলে গেলেন? সেই সময়ে একাধিক মানুষ কাজের অভাবে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন।
কেউ কেউ নিজের প্রাণকেও শেষ করে দিতে বাধ্য হয়েছিলেন। সে সব জুহি চাওলার মনে পড়ে না আর? কেউ কেউ আবার তাঁর মাথার আকাশ আর বস্তি এলাকার মানুষের মাথার আকাশের পার্থক্য বোঝাতে কমেন্ট করলেন।
নেটাগরিকেরা প্রশ্ন তুললেন, নায়িকা যে ভাবে থাকেন, এক বার বারান্দায় বেরলে নাকে ধুলো যায়। কিন্তু যাঁরা ধুলোর মধ্যেই বাস করেন, তাঁদের জীবনটা যাপন করতে পারবেন তিনি?
সূত্র: আনন্দবাজার।