বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

আন্তর্জাতিক

আর মাত্র এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নেবেন জো বাইডেন। নবনির্বাচিত এই প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ঘিরে জরুরি অবস্থা জারি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিল’ আইন-প্রণেতাদের অধিবেশনের সময় সহিংস হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। যা নিয়ে শুধু আমেরিকায় নয়, সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে।

এ কারণেই নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নির্বিঘ্ন করতে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন।একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও নির্দেশ দিয়েছেন ট্রাম্প

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করার কথা বলেছেন।

তবে দেশটির ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে জরুরি অবস্থা জারি করেননি।সাধারণত প্রেসিডেন্টরা কোনও দুর্যোগ মোকাবিলায় সহায়তার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করে থাকেন।

কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ নেবেন। এ দিন পর্যন্ত হোয়াইট হাউস ও কংগ্রেসের আশপাশের সকল দোকানপাট, প্রশাসনিক ভবনসহ পাবলিক ক্যাটারিং বন্ধ থাকবে।

এছাড়া পেন্টাগনকে ওয়াশিংটন ডিসিকে রক্ষায় ১৫ হাজার ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ক্ষমতা দেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনকালে পার্লামেন্ট ভবনে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। ওই ঘটনায় দুই পুলিশসহ চারজন নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *