শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার পরও এক ব্যক্তিকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভিসির বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল সোমবার রাতে ভিসির বাসভবনে (ভিসি লাউঞ্জ) তালা দিয়েছেন রাবি ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, তাদের কর্মীদের চাকরি না দিয়ে ভিসি অন্যদের চাকরি দিচ্ছেন।
জানা যায়, রাবি ছাত্রলীগের ক্ষুব্ধ প্রায় ৫০ নেতাকর্মী সোমবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। এর পর তারা ভিসির বাসভবনের প্রধান ফটকে তালা দেন। এ সময় ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহানের পদত্যাগও দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ১১টার দিকেও ভিসি লাউঞ্জের সামনে অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি না দিয়ে নিজের লোকদের চাকরি দিচ্ছেন ভিসি। অথচ চাকরি দেওয়ার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। চাকরি প্রত্যাশীসহ ছাত্রলীগ নেতাকর্মীরা এ কারণেই ভিসি লাউঞ্জের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত।
ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুরোধ এসেছিল যে, একজন প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দিতে হবে। তিনি শুধু সেটাই করেছেন। এর বাইরে আর কোনো নিয়োগ দেওয়ার ঘটনা ঘটেনি।