মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১১ জানুয়ারি) সকালে ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী আনতে মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব দেবে প্রতিনিধি পরিষদ।
পেলোসি বলেন, “ট্রাম্পকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করার জন্য মন্ত্রিসভায় আহ্বান করা হবে। ট্রাম্পকে সরাতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। যদি তা না করেন, তাহলে অভিশংসন প্রস্তাব আনতে এক মুহূর্ত দ্বিধা করবেন না ডেমোক্র্যাটরা।”
ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাটকে রোববার এক চিঠিতে বলেন, “ট্রাম্পকে অপসারণে সম্ভাব্য সবকিছুই করা হবে। আমাদের সংবিধান এবং আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে কাজ করব। কারণ, এই প্রেসিডেন্ট উভয়ের জন্য আসন্ন হুমকির প্রতিনিধিত্ব করছেন।”
ন্যান্সি আরো বলেন, “দেশ ও জনগণের স্বার্থে যেকোনো মূল্যে ট্রাম্পের শাস্তি নিশ্চিত করতে হবে। সম্ভাব্য সবকিছুই করব আমরা।”
এ ছাড়া ভবিষ্যতে এ বিষয়ের পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবার বিকেলে ডেমোক্র্যাটদের সঙ্গে দলের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন করবে বলে জানিয়েছেন ন্যান্সি পেলোসি।
আগামী বুধবার এ-সংক্রান্ত একটি ভোট অনুষ্ঠিত হতে পারে। তিনি জানান, এই মুহূর্তে ডেমোক্র্যাটস পাশাপাশি সিনেট নিয়ন্ত্রণ করতে হবে।
ট্রাম্প ‘বিদ্রোহের উসকানির’ দিয়েছেন অভিযোগ করে একটি অভিশংসনের কাগজে স্বাক্ষর করেছেন দুই শতাধিক হাউস ডেমোক্র্যাটস। অভিযোগে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সহিংসতা উস্কে দিয়ে অপরাধ ও দুর্বৃত্তদের সঙ্গে জড়িত ছিলেন ট্রাম্প।
এদিকে ডেমোক্র্যাটরা অভিশংসনের কথা বললেও বাস্তবে তা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কারণ, ট্রাম্পকে অভিশংসনের পর্যাপ্ত সময় নেই। ২০ জানুয়ারি তাকে ক্ষমতা তুলে দিতে হবে বাইডেনের হাতে। আর প্রস্তাবটি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে পাস হলেও রিপাবলিকান শাসিত উচ্চকক্ষ সিনেটে তা আটকে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, প্রভাবশালী রিপাবলিকান নেতারা এখনো ট্রাম্পের পক্ষেই আছেন।