ডিএনসিসির উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলাদেশ

ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন নকশাবহির্ভূতভাবে গড়ে তোলার অভিযোগে সম্প্রতি উচ্ছেদ হওয়া দোকানের মালিক, ব্যবসায়ী এবং তাঁদের পরিবারের সদস্যরা।

আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

ক্ষতিগ্রস্তদের প্রতি একাত্মতা প্রকাশ করে সাঈদ খোকন বলেন, ফুলবাড়িয়াসহ গুলিস্থান এলাকার বিভিন্ন দোকানদারদের বৈধতা দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়াই ছিল আমার লক্ষ্য। ফুলবাড়িয়া মার্কেটে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে আমি আগেও বলেছি, এটি সম্পূর্ণভাবে অবৈধ।

কারণ আদালত কর্তৃক নির্দেশিত হয়ে, ব্যবসায়ীদের বৈধ করণের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আমরা করপোরেশনের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আলোচিত মার্কেটগুলোর নকশা সংশোধন, বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে বৈধ ব্যবসা পরিচালনার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি।

বোর্ড সভার সিদ্ধান্ত  মোতাবেক সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নকশা সংশোধন করে এবং রাজস্ব বিভাগ সাত-আট বছরের বকেয়া ভাড়া আদায় করে ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করে।’

ডিএনসিসির সাবেক মেয়র বলেন, ‘বিনা নোটিশে বুলডোজার দিয়ে হাজার হাজার বৈধ দোকান গুড়িয়ে দেওয়ায় তাদের স্বপ্ন পথে বসে গেল। বর্তমান একগুয়ে নগর প্রশাসন কোন যৌক্তিক নাগরিকের দাবির তোয়াক্কা করে না।

আমি ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র হিসেবে এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে এই নিঃস্ব ও অসহায় বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসনের আবেদন জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *