যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সহিংসতা ও হামলার ঘটনায় আমি ব্যথিত। বেআইনি ও সহিংসতার সুযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেই। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
যদিও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের কর্মকাণ্ডের সমর্থক মোদি। ২০২০ সালের নভেম্বরের প্রেসিডেনট নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করেছিলেন তিনি।
এ ঘটনার জেরে বিতর্কের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদি। সেই তিনিও ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার ঘটনায় বিব্রত হয়েছেন। সূত্র: বিবিসি