বাংলাদেশে না আসার কারণ জানালেন পুরান

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশে আসছে আগামী ১০ জানুয়ারি। তবে বাংলাদেশ সফরে আসতে আপত্তি জানিয়েছেন মোট ১২ ক্যারিবীয় ক্রিকেটার। এক সাক্ষাতকারে বাংলাদেশ সফরে আসতে আপত্তি জানানোর কারণ জানিয়েছেন ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান।

বুধবার ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরান বলেন, “এটা মোটেও ক্রিকেট থেকে দূরে থাকা বা একটা বিরতি চাওয়া নয়। একজন খেলোয়াড় হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না।

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হালকা সংশয় ছিল। কারণ অন্য খেলোয়াড়রা যাচ্ছে না। আমার মনে হয়েছে আমার ঝুঁকি নেওয়া উচিত হবে না এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও খেলোয়াড়দেরকে সেই বেনেফিট অব ডাউটটা দিয়েছে।”

বর্তমানে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সর হয়ে খেলছেন পুরান। তবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজ চলাকালীন তিনি ক্রিকেট থেকে দূরেই থাকবেন। তাই ঘরে বসে ওয়ানডে সিরিজ দেখবেন বলেও জানান পুরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *