প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ল বার্সেলোনা। তবে অধিনায়ক লিওনেল মেসির দারুণ নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় কাতালানরা। স্প্যানিশ লা লিগা মেসির জোড়া গোলে বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল। তিন বছর পর বাস্ক অঞ্চলের ক্লাবটির মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।
ঘরের মাঠ সান মেমসে উড়ন্ত শুরু বিলবাওয়ের। তৃতীয় মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে লিড নেয় স্বাগতিকরা। ১১ মিনিট পরই সমতায় ফেরে বার্সা। বাম দিকে মেসির বাড়ানো ক্রস বেরিয়ে যাচ্ছিল। বাইলাইন থেকে ডি ইয়ংয়ের নেয়া ভলি খুঁজে নেয় পেদ্রিকে।কাছ থেকে হেডে গোল করেন তিনি।
৩৮তম মিনিটে মেসি-পেদ্রির দারুণ বোঝাপড়ায় লিড নেয় বার্সা। পেদ্রিকে বল বাড়িয়ে এগিয়ে যান মেসি। দ্রুতই ব্যাক হিলে মেসিকে পাস বাড়ান পেদ্রি। নিচু শটে গোল করেন মেসি। ৬২তম মিনিটে ব্যবধান আরো বাড়ান মেসি। আঁতোয়ান গ্রিজমানের অ্যাসিস্টে জোড়া গোল পূরণ করেন মেসি।
আসরে নবম গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শীর্ষ গোলদাতার লড়াইয়ে মেসির সমান ৯ গোল করে করেছেন লুইস সুয়ারেজ, ইয়াগো আসপাস ও জেরার্ড মরেনো। ম্যাচের শেষ মিনিটে মুনিয়ানের গোলে ব্যবধান কমায় বিলবাও।
১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।