দেশে ভ্যাকসিন তৈরির অনুমতি পেলো গ্লোব বায়োটেক

বাংলাদেশ

দেশে করোনাভাইরাসে টিকা উৎপাদনে উদ্যোগী ওষুধ প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক ভ্যাকসিনের অনুমতি পেয়েছে। সরকার প্রতিষ্ঠানটিকে নমুনা টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে।

গত সপ্তাহে সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুমতি দেয়। দেশে করোনার টিকা আমদানি নিয়ে কয়েক দিন ধরে উদ্বেগজনক পরিস্থিতিতে গতকাল বুধবার এ খবর জানিয়েছে গ্লোব বায়োটেক।

এক্ষেত্রে ‘ব্যানকভিড’-এর রূপান্তরিত নাম হয়েছে ‘বঙ্গভ্যাক্স’। আর এ নামেই ওষুধ প্রশাসন থেকে অনুমতি নিয়েছে গ্লোব বায়োটেক। ব্যানকভিড বাদ দিয়ে ‘বঙ্গভ্যাক্স’ নামকরণের পরামর্শ বা প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান।

গ্লোব বায়োটেকের গবেষণা বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ জানান, গত ২৮ ডিসেম্বর সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর তাদের ট্রায়ালের কাজে ব্যবহারের জন্য নমুনা টিকা তৈরির অনুমতি দিয়েছে।
এখন পরবর্তী প্রক্রিয়া হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কাছে আবেদন করা হবে ট্রায়ালের অনুমতির জন্য। এরপর আবার অনুমতি দরকার হবে ওষুধ প্রশাসন অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

তিনি আরো বলেন, আমরা দেশের উচ্চপর্যায়ের একদল সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ ও প্রতিনিধি নিয়ে একটি সমন্বিত বোর্ডের মাধ্যমে এই টিকার ট্রায়ালের প্রক্রিয়ায় যাচ্ছি। তবে সিআরও প্রতিষ্ঠান কারা, তা এখনই আমরা জানাতে চাই না।

এর আগে প্রথম গত ২ জুলাই নিজেদের উদ্যোগে করোনার ভ্যাকসিন তৈরি কথা জানান দেয় গ্লোব বায়োটেক। তাদের দাবি, মার্চ থেকেই তারা আবিষ্কারের কাজ শুরু করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *