দেশে করোনাভাইরাসে টিকা উৎপাদনে উদ্যোগী ওষুধ প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক ভ্যাকসিনের অনুমতি পেয়েছে। সরকার প্রতিষ্ঠানটিকে নমুনা টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে।
গত সপ্তাহে সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুমতি দেয়। দেশে করোনার টিকা আমদানি নিয়ে কয়েক দিন ধরে উদ্বেগজনক পরিস্থিতিতে গতকাল বুধবার এ খবর জানিয়েছে গ্লোব বায়োটেক।
এক্ষেত্রে ‘ব্যানকভিড’-এর রূপান্তরিত নাম হয়েছে ‘বঙ্গভ্যাক্স’। আর এ নামেই ওষুধ প্রশাসন থেকে অনুমতি নিয়েছে গ্লোব বায়োটেক। ব্যানকভিড বাদ দিয়ে ‘বঙ্গভ্যাক্স’ নামকরণের পরামর্শ বা প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান।
তিনি আরো বলেন, আমরা দেশের উচ্চপর্যায়ের একদল সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ ও প্রতিনিধি নিয়ে একটি সমন্বিত বোর্ডের মাধ্যমে এই টিকার ট্রায়ালের প্রক্রিয়ায় যাচ্ছি। তবে সিআরও প্রতিষ্ঠান কারা, তা এখনই আমরা জানাতে চাই না।
এর আগে প্রথম গত ২ জুলাই নিজেদের উদ্যোগে করোনার ভ্যাকসিন তৈরি কথা জানান দেয় গ্লোব বায়োটেক। তাদের দাবি, মার্চ থেকেই তারা আবিষ্কারের কাজ শুরু করেছিল।